Ajker Patrika

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মেয়েদের ওয়ানডে সিরিজে যত রেকর্ড 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১০: ৩৬
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মেয়েদের ওয়ানডে সিরিজে যত রেকর্ড 

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সিরিজ শেষ হয়েছে গত রাতে। দুটি দলই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। দুই সিরিজের মধ্যে দারুণ মিল রয়েছে। দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল শুরু করেছিল ঠিকই। শেষ পর্যন্ত কোনো সিরিজই জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কিছু রেকর্ড করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। 

ইস্ট লন্ডনের বাফালো পার্কে গত ১৬ ডিসেম্বর শুরু হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের দিনে জ্যোতিরা তুলে নিয়েছেন ঐতিহাসিক এক জয়। ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ও সর্বোচ্চ ব্যবধানে জয়—দুটি রেকর্ডই সেদিন গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ২৫০ রান। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৩১ রানে। ১১৯ রানের বিশাল জয় পায় জ্যোতির বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচ ১-১ সমতা হওয়ায় বেনোনিতে গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে হয়েছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ত বাংলাদেশের মেয়েরা। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। উল্টো বেশ কিছু রেকর্ড হয়েছে বাংলাদেশের বিপক্ষে। দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল করে ৪ উইকেটে ৩১৬ রান। এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলেরও সর্বোচ্চ দলীয় স্কোর। এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১০০ রানে। ২১৬ রানে হেরে ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল এই ম্যাচেই। 

ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর:  
২৫০/৩; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩  
২৩৪/৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২  
২২৫/৪; প্রতিপক্ষ:  ভারত; ভেন্যু: মিরপুর; ২০২৩ 
২২২/৪; প্রতিপক্ষ:  দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০২৩  
২১১/৯; প্রতিপক্ষ:  পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯   

দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবিওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা পাঁচ জয়:  
১১৯ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩  
৮২ রানে; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সাভার; ২০১১  
৪৩ রানে; প্রতিপক্ষ:  পাকিস্তান; ভেন্যু: কক্সবাজার; ২০১৪ 
৪০ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩  
১০ রানে; প্রতিপক্ষ:  দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কক্সবাজার; ২০১৭   

ওয়ানডেতে নারী ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ স্কোর:  
দক্ষিণ আফ্রিকা; ৩১৬ /৪; ভেন্যু: বেনোনি; ২০২৩  
দক্ষিণ আফ্রিকা; ২৭০ /৯; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮  
ভারত: ২৫৬ /৬; ভেন্যু: আহমেদাবাদ; ২০১৩ 
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৩; ভেন্যু: কক্সবাজার; ২০১৭  
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৭; ভেন্যু: কক্সবাজার; ২০১৭  

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশাল পাঁচ পরাজয়:  
২১৬ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩  
১৫৪ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কিম্বার্লি; ২০১৮  
১১০ রানে; প্রতিপক্ষ:  ভারত; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২ 
১০৮ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩  
১০৬ রানে; প্রতিপক্ষ:  দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত