২, ৪, ২, ৩, ১২, ১৫, ০, ৩, ৫, ৪, ০—মাঝের ১২ ও ১৫ বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নিলে মোবাইলের ডিজিট মনে হতে পারে যে কারও। অথচ এ সংখ্যাগুলো দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান! বিষ্ময়কর হলেও এটাই সত্যি। কেপটাউন টেস্টের প্রথমদিনে প্রোটিয়ারা অলআউট মাত্র ৫৫ রানে!