Ajker Patrika

বিপিএলে এসে মিলার জানালেন, শিগগির বিয়ে করছেন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪১
বিপিএলে এসে মিলার জানালেন, শিগগির বিয়ে করছেন

ডেভিড মিলার এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন—এটা জানা গিয়েছিল অনেক আগেই। শুধু বাংলাদেশে তাঁর আসার দিনক্ষণটা জানাই বাকি ছিল। সেটাও গতকাল ফরচুন বরিশাল নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দেয় বেশ ঘটা করে। 

বিপিএল খেলতে মিলার আজ পা রাখলেন বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার যখন এলেন, ততক্ষণে বিপিএলের প্রথম পর্বের খেলা শেষ। ১২ ম্যাচে ৭ জয় ও ৫ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ পর্বে তৃতীয় স্থানে থেকে উঠেছে বরিশাল। আগামীকাল থেকে শুরু হওয়া বিপিএলের প্লে অফ পর্বে এলিমিনেটরে বরিশাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলে এবার বরিশালের আগের কোনো ম্যাচ দেখেছেন কি না, সংবাদমাধ্যমের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন মিলারকে। তখন কথার প্রসঙ্গে নিজের বিয়ের কথা জানান দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার। মিলার তখন বলেন, ‘সত্যি বলতে, কয়েক দিন কোনো খেলা দেখিনি। কিছুদিন বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে, সেসব নিয়ে কাজ করতে হচ্ছে। তবে ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, কোথায় আছি, প্লে অফে উঠেছি কি না।’  

শেষের দিকে মিলার কতটা ঝোড়ো ব্যাটিং করতে পারেন, সেটা অনেকের ভালোই জানা। ২০১৭ সালে টি-টোয়েন্টিতে মোহাম্মদ সাইফউদ্দিনকে মেরেছেন পাঁচ ছক্কা। সেই সাইফউদ্দিন এবার বরিশালে মিলারের সতীর্থ। বাংলাদেশে এসেই আজ অনুশীলনে নেমে পড়লেন। বলতে গেলে বরিশালের কাছে এখন ম্যাচগুলো নক আউট। চট্টগ্রামের কাছে হারলে বাদ। এমনকি জিতলেও খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তারপর সেই (দ্বিতীয় ম্যাচ) জিতে জায়গা করে নিতে হবে ফাইনালে। মিলার ‘পাখির চোখ’ করে আছেন আগামীকালের ম্যাচটিকেই, ‘ক্লান্ত লাগছে, বিশ্রামের দরকার। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। কাল খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। যতটা সম্ভব দলে অবদান রাখতে চাই।’ 

এভাবেই মিলারের আসার ঘোষণা গতকাল দিয়েছিল ফরচুন বরিশাল। ছবি: ফরচুন বরিশাল শীতের শেষে এখন বাংলাদেশে গরম পড়তে শুরু করেছে। এই সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে অনুশীলন, তারপর সংবাদমাধ্যমের প্রশ্ন—মিলার তবু যেন আছেন ফুরফুরে মেজাজে। রসিকতা করে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার বলেন, ’ আমার জানামতে, কেউ এখানে কোমল পানীয় পান করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপার তো জানেন। বয়সের সঙ্গে সঙ্গে সেটা পরিণত হয়ে ওঠে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত