সীমিত ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে অনেকেই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাফল্য এনে দিতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অধিকাংশ টুর্নামেন্টে তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে গিয়ে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যখন খেলতে যাচ্ছে, তখন অধিনায়ক এইডেন মার্করাম অনুপ্রেরণা খুঁজছেন ১০ বছরের পুরোনো স্মৃতি থেকে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার আগে মার্করাম পূর্বসূরিদের একটা জায়গায় পেছনে ফেলেছেন। তাঁর নেতৃত্বে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ছোট–বড় সব মিলিয়ে প্রোটিয়াদের একমাত্র বিশ্বকাপ এটাই। ১০ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মার্করাম তখন করেন ৩৭০ রান। সেসময় বোলিংয়ে তাঁর সেরা অস্ত্র ছিলেন কাগিসো রাবাদা। যুব বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া রাবাদা এবারও প্রোটিয়াদের বোলিংয়ের নেতা। এবার আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসায়, অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে মার্করাম কি পূর্বসূরিদের পথে হাঁটবেন নাকি ইতিহাস লিখবেন। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় এক টুর্নামেন্ট। তবে আমি সৌভাগ্যবান যে ধাপটা পেরিয়ে এসেছি। তাই প্রত্যাশাটা জানা আছে।’
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১,২৩ ও ২৭ মে। তবে আইপিএল খেলায় সিরিজটা খেলতে পারেননি মার্করাম।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১১ ম্যাচে করেন ২২০ রান। গড় ও স্ট্রাইকরেট ২৪.৪৪ ও ১২৪.২৯। করেছেন ১ ফিফটি।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে। ১৫ জুন ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে উগান্ডা। ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বাকি তিন ম্যাচ ৮,১০ ও ১৫ জুন নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের বিপক্ষে।
সীমিত ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে অনেকেই নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাফল্য এনে দিতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অধিকাংশ টুর্নামেন্টে তাদের দৌড় থেমেছে সেমিফাইনালে গিয়ে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যখন খেলতে যাচ্ছে, তখন অধিনায়ক এইডেন মার্করাম অনুপ্রেরণা খুঁজছেন ১০ বছরের পুরোনো স্মৃতি থেকে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার আগে মার্করাম পূর্বসূরিদের একটা জায়গায় পেছনে ফেলেছেন। তাঁর নেতৃত্বে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ছোট–বড় সব মিলিয়ে প্রোটিয়াদের একমাত্র বিশ্বকাপ এটাই। ১০ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মার্করাম তখন করেন ৩৭০ রান। সেসময় বোলিংয়ে তাঁর সেরা অস্ত্র ছিলেন কাগিসো রাবাদা। যুব বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া রাবাদা এবারও প্রোটিয়াদের বোলিংয়ের নেতা। এবার আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসায়, অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে মার্করাম কি পূর্বসূরিদের পথে হাঁটবেন নাকি ইতিহাস লিখবেন। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এএফপিকে বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় এক টুর্নামেন্ট। তবে আমি সৌভাগ্যবান যে ধাপটা পেরিয়ে এসেছি। তাই প্রত্যাশাটা জানা আছে।’
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১,২৩ ও ২৭ মে। তবে আইপিএল খেলায় সিরিজটা খেলতে পারেননি মার্করাম।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১১ ম্যাচে করেন ২২০ রান। গড় ও স্ট্রাইকরেট ২৪.৪৪ ও ১২৪.২৯। করেছেন ১ ফিফটি।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে। ১৫ জুন ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে উগান্ডা। ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বাকি তিন ম্যাচ ৮,১০ ও ১৫ জুন নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালের বিপক্ষে।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৩ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে