কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু ফিরল স্বজনদের কোলে
হুড়োহুড়ি করে দেশত্যাগের সময় ছিল তখন। গত বছর আফগানিস্তানের সেই দিনগুলোয় দেশটির নাগরিকদের উড়োজাহাজের পেছনে পেছনে দৌড়ানোর ছবি নিশ্চয়ই মনে আছে। তখন এক আফগান বাবা-মা দেশ ছাড়ার সময় হারিয়ে ফেলেছিলেন নিজেদের দুই মাস বয়সী সন্তানকে। তাঁরা ভেবেছিলেন, সন্তানের মৃত্যু হয়েছে পায়ের চাপায়। তবে প্রায় পাঁচ মাস পর এবা