Ajker Patrika

‘পিচ্ছিল পথে তালেবান’

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯: ২৬
‘পিচ্ছিল পথে তালেবান’

এবার ইনডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) ও ইনডিপেন্ডেন্ট ইলেকটোরাল কমপ্লাইন্টস কমিশন বাতিলের ঘোষণা দিয়েছে তালেবান। বিলাল করিমি নামের তালেবান সরকারের এক মুখপাত্র গত শনিবার এ ঘোষণা দেন।

বাতিল ঘোষিত আইইসি ও কমপ্লাইন্টস কমিশনের দিকে ইঙ্গিত করে বিলাল বলেন, এসব কমিশন থাকার কোনো দরকার নেই।

আল জাজিরার তথ্যমতে, ২০০৬ সালে আইইসি প্রতিষ্ঠা করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনসহ দেশটির নির্বাচনের যাবতীয় কিছু দেখভাল করত এই কমিশন।

তালেবান সরকার সবদিক না ভেবে তড়িঘড়ি করে আইইসি বাতিল করেছে জানিয়ে কমিশনটির সদ্য সাবেক প্রধান আওরঙ্গজেব এএফপিকে জানান, এর ফল হবে ভয়াবহ।

সম্প্রতি শান্তি মন্ত্রণালয় এবং সংসদবিষয়ক মন্ত্রণালয়ও বাতিল করেছে তালেবান। এর আগে নারীবিষয়ক মন্ত্রণালয়ও বাতিল করা হয়েছে। সবকিছু মিলিয়ে তালেবান পিচ্ছিল পথে হাঁটছে বলে মন্তব্য করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত