Ajker Patrika

আফগানিস্তানকে ৩০ কোটি ডলারের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র 

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ১৮
আফগানিস্তানকে ৩০ কোটি ডলারের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র 

আফগানিস্তানকে অতিরিক্ত ৩০ কোটি ৮ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। তালেবান ক্ষমতায় আসার পর সব মিলিয়ে আফগান উদ্বাস্তুদের জন্য প্রায় ৭৮ কোটি ৮২ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানকে আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। 

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পাঠানো সহায়তাগুলো মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে পাঠানো হবে। এই অর্থ দিয়ে উদ্বাস্তুদের আশ্রয় প্রকল্প, খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবায় খরচ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানে ২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। প্রায় ৯০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। 

গত আগস্টে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে আফগানিস্তানে অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। 
 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত