আফগান নারীরা পুরুষ আত্মীয় ছাড়া দূরে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। আজ রোববার দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে।
একই সঙ্গে যে নারীরা ইসলামিক হিজাব পরবেন, কেবল তাঁদের গাড়িতে পরিবহনের সুযোগ দিতে দেশটির সব যানবাহনের মালিকদের প্রতিও আহ্বান জানায় তালেবান সরকার। তবে নারীরা স্বল্প দূরতে ভ্রমণ নিজেরা করতে পারবেন বলে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুজাহির বলেন, ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণকারী নারীদের সঙ্গে যদি পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্য না থাকেন, তাহলে তাঁদের কোনো যানবাহনেই ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন, এই ভ্রমণের সময় অবশ্যই নারীর সঙ্গে একজন ঘনিষ্ঠ পুরুষ স্বজন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নেটওয়ার্কে আফগান পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের এই বিবৃতি ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগে নারীরা অভিনয় করেছেন এমন নাটক ও সোপ অপেরার প্রদর্শন বন্ধে আফগানিস্তানের সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দেয় তালেবান।
এ ছাড়া আফগানিস্তানে টেলিভিশন সাংবাদিকদের খবর উপস্থাপনার সময় হিজাব পরার আহ্বান জানিয়েছে আফগান এই মন্ত্রণালয়।
মুজাহির বলেন, যে নারীরা যানবাহনে চলাচল করতে চান, তাঁদের হিজাব পরতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় যানবাহনে গান বাজানো বন্ধ করতেও বলা হয়েছে।
তালেবানের হিজাবের ব্যাপারে ব্যাখ্যা পরিষ্কার নয়। আফগান নারীদের বেশির ভাগই ইতিমধ্যে মাথায় স্কার্ফ পরা শুরু করেছেন। ১৯৯০-এর দশকের শাসনের তুলনায় কিছুটা নমনীয়তার প্রতিশ্রুতি দিলেও গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারী ও মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে তালেবান।
বেশ কিছু প্রদেশে স্কুলগুলো পুনরায় খুলতে রাজি হলেও নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়নি তালেবান। চলতি মাসের শুরুর দিকে তালেবান সর্বোচ্চ নেতার নামে একটি ডিক্রি জারি করে। এতে নারীর অধিকার প্রতিষ্ঠায় তালেবানের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তবে সেখানে নারী শিক্ষার বিষয়ে কিছু বলা হয়নি।
আফগান নারীরা পুরুষ আত্মীয় ছাড়া দূরে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। আজ রোববার দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে।
একই সঙ্গে যে নারীরা ইসলামিক হিজাব পরবেন, কেবল তাঁদের গাড়িতে পরিবহনের সুযোগ দিতে দেশটির সব যানবাহনের মালিকদের প্রতিও আহ্বান জানায় তালেবান সরকার। তবে নারীরা স্বল্প দূরতে ভ্রমণ নিজেরা করতে পারবেন বলে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুজাহির বলেন, ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণকারী নারীদের সঙ্গে যদি পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্য না থাকেন, তাহলে তাঁদের কোনো যানবাহনেই ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন, এই ভ্রমণের সময় অবশ্যই নারীর সঙ্গে একজন ঘনিষ্ঠ পুরুষ স্বজন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নেটওয়ার্কে আফগান পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের এই বিবৃতি ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগে নারীরা অভিনয় করেছেন এমন নাটক ও সোপ অপেরার প্রদর্শন বন্ধে আফগানিস্তানের সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দেয় তালেবান।
এ ছাড়া আফগানিস্তানে টেলিভিশন সাংবাদিকদের খবর উপস্থাপনার সময় হিজাব পরার আহ্বান জানিয়েছে আফগান এই মন্ত্রণালয়।
মুজাহির বলেন, যে নারীরা যানবাহনে চলাচল করতে চান, তাঁদের হিজাব পরতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় যানবাহনে গান বাজানো বন্ধ করতেও বলা হয়েছে।
তালেবানের হিজাবের ব্যাপারে ব্যাখ্যা পরিষ্কার নয়। আফগান নারীদের বেশির ভাগই ইতিমধ্যে মাথায় স্কার্ফ পরা শুরু করেছেন। ১৯৯০-এর দশকের শাসনের তুলনায় কিছুটা নমনীয়তার প্রতিশ্রুতি দিলেও গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারী ও মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে তালেবান।
বেশ কিছু প্রদেশে স্কুলগুলো পুনরায় খুলতে রাজি হলেও নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়নি তালেবান। চলতি মাসের শুরুর দিকে তালেবান সর্বোচ্চ নেতার নামে একটি ডিক্রি জারি করে। এতে নারীর অধিকার প্রতিষ্ঠায় তালেবানের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তবে সেখানে নারী শিক্ষার বিষয়ে কিছু বলা হয়নি।
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৬ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৮ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৮ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৯ ঘণ্টা আগে