Ajker Patrika

দূরের ভ্রমণে পুরুষ আত্মীয় ছাড়া যেতে পারবেন না নারীরা: তালেবান 

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮: ০২
দূরের ভ্রমণে পুরুষ আত্মীয় ছাড়া যেতে পারবেন না নারীরা: তালেবান 

আফগান নারীরা পুরুষ আত্মীয় ছাড়া দূরে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তানের নতুন ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। আজ রোববার দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে। 

একই সঙ্গে যে নারীরা ইসলামিক হিজাব পরবেন, কেবল তাঁদের গাড়িতে পরিবহনের সুযোগ দিতে দেশটির সব যানবাহনের মালিকদের প্রতিও আহ্বান জানায় তালেবান সরকার। তবে নারীরা স্বল্প দূরতে ভ্রমণ নিজেরা করতে পারবেন বলে আফগানিস্তানের পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুজাহির বলেন, ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণকারী নারীদের সঙ্গে যদি পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্য না থাকেন, তাহলে তাঁদের কোনো যানবাহনেই ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন, এই ভ্রমণের সময় অবশ্যই নারীর সঙ্গে একজন ঘনিষ্ঠ পুরুষ স্বজন থাকতে হবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নেটওয়ার্কে আফগান পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের এই বিবৃতি ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগে নারীরা অভিনয় করেছেন এমন নাটক ও সোপ অপেরার প্রদর্শন বন্ধে আফগানিস্তানের সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দেয় তালেবান। 

এ ছাড়া আফগানিস্তানে টেলিভিশন সাংবাদিকদের খবর উপস্থাপনার সময় হিজাব পরার আহ্বান জানিয়েছে আফগান এই মন্ত্রণালয়। 

 মুজাহির বলেন, যে নারীরা যানবাহনে চলাচল করতে চান, তাঁদের হিজাব পরতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় যানবাহনে গান বাজানো বন্ধ করতেও বলা হয়েছে। 

তালেবানের হিজাবের ব্যাপারে ব্যাখ্যা পরিষ্কার নয়। আফগান নারীদের বেশির ভাগই ইতিমধ্যে মাথায় স্কার্ফ পরা শুরু করেছেন। ১৯৯০-এর দশকের শাসনের তুলনায় কিছুটা নমনীয়তার প্রতিশ্রুতি দিলেও গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারী ও মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। 

বেশ কিছু প্রদেশে স্কুলগুলো পুনরায় খুলতে রাজি হলেও নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেয়নি তালেবান। চলতি মাসের শুরুর দিকে তালেবান সর্বোচ্চ নেতার নামে একটি ডিক্রি জারি করে। এতে নারীর অধিকার প্রতিষ্ঠায় তালেবানের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। তবে সেখানে নারী শিক্ষার বিষয়ে কিছু বলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত