‘ভোট দেব সৎ-যোগ্য ব্যক্তিকে’
‘আমি এবার প্রথম ভোটার হয়েছি। জীবনের প্রথম ভোটটি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে দেব। পত্রিকার অনেক খবরে দেখেছি, মেম্বার-চেয়ারম্যান হলে সাধারণ মানুষের হক মেরে খায়। আমার চাওয়া, আমাদের পবিত্র ভোটে যাঁরা নির্বাচিত হবে, তাঁরা যেন দয়া করে গরিব-দুঃখীদের হক মেরে না খায়।’