শিল্পীর তুলিতে বর্ণমালা
কী ভাবছে ওপরের ছবির শিশু দুটি? তারা কী মেলাতে পারছে অতীতের সঙ্গে বর্তমানকে? কেননা সময়ের সঙ্গে বদলায় ভাষা, বদলায় পরিবেশ ও মানুষ। কিন্তু মানুষের কৌতূহল, আবেগ ও স্মৃতি থেকে যায়। হাজারীবাগের ট্যানারিশ্রমিকদের সেই আবেগ, স্মৃতি, পারস্পরিক কথোপকথন, ভাষা, ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতা বিনির্মাণের প্রয়াস থেকেই প