সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়ে ‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশ
কোনো ষড়যন্ত্র নয়, প্রকাশ্যে সরকার বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে ৭ দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণাকালে এসব কথা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব।