Ajker Patrika

‘জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা সম্ভব’

জনগণকে সম্পৃক্ত করেই পরিবেশ রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ আন্দোলনকারীরা। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাপা-বেন বিশেষ সম্মেলন ও পরিবেশ সমাবেশ’-২০২৩ সম্পর্কে অবহিতকরণ ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রদান’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারীরা। 

আন্দোলনকারীরা বলেন, ‘জনগণ সম্পৃক্ত না হলে, সচেতন না হলে পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষা কোনোটাই সম্ভব নয়।’ এজন্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক-বেন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা একযোগে কাজ করে যাবে বলেও জানান তাঁরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব আলমগীর কবির। তিনি বলেন, আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ‘বাংলাদেশের হাওর, নদী ও বিল সমস্যা ও প্রতিকার’ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশেষজ্ঞ ও সাধারণ নামে দুটি অধিবেশন থাকবে। বিশেষজ্ঞ অধিবেশনে বিশেষজ্ঞরা ও সাধারণ অিধিবেশনে সবস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলনে হাওর, বিল ও নদীর ওপর ২২ ডিসেম্বরের মধ্যে লেখক ও গবেষকরা গবেষণাপত্র ও প্রতিবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশের বাইরের গবেষকরা mkhalequ@lockhaven.edu এই ঠিকানায় এবং বাংলাদেশের ভেতরের গবেষকরা shahidul.geoenv@du.ac.bd এবং profakmrulsb@gmail.com এই ঠিকানায় লেখা পাঠাতে পারবেন। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশবাদী সংগঠনগুলোকে আয়োজকের ভূমিকায় যোগ দেওয়ার জন্য আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার সহসভাপতি খন্দকার বজলুল হক, বাপার নির্বাহী সদস্য অধ্যাপক এম শহীদুল ইসলাম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত