ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুমে ঘুমের কষ্ট, গল্পে রাত পার
রাত তখন ১২টা বাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ছাদে তখনো এক ঝাঁক শিক্ষার্থী। এত রাতেও কেন তাঁরা ছাদে, জানতে চাইলে শিক্ষার্থীদের কয়েকজন জানান, রুমে অনেক গরম, তাই একটু শীতল বাতাসের জন্য ছাদে এসেছেন। ছাদে আসা এসব শিক্ষার্থীর বড় অংশই গণরুমে থাকেন।