Ajker Patrika

ঢাবির দুই শিক্ষকের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ০১: ২০
ঢাবির দুই শিক্ষকের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ ও ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আনা যৌন হয়রানি এবং মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বিষয় দুটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। 

একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উভয় শিক্ষককে সকল ধরণের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিয়েছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘অধ্যাপক নাদিরের বিরুদ্ধে বিভাগের এক নারী শিক্ষার্থী যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ আনলে সেটি যাচাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছিল সিন্ডিকেট। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। একই সঙ্গে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছিল, সেই অভিযোগেরও সত্যতা পেয়েছে কমিটি। উভয় অভিযোগ অধিকতর তদন্তের জন্য যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। একই সঙ্গে উভয় শিক্ষককে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছে বিভাগের এক নারী শিক্ষার্থী। অভিযোগ আসার পরে বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে তাঁকে (নাদির) তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে একটি কোর্সে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়াতেন। সেই বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফলিত গণিত বিভাগের ড. মুহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। সেটি যাচাই করতে সিন্ডিকেট ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। অবশেষে সে অভিযোগেরও সত্যতা পাওয়া গেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত