আল্পনা-পালাগানে ঢাকা উত্তরে পয়লা বৈশাখ করবে ‘অলিগলি হালখাতা’
আল্পনা, পালাগান, কনসার্ট, আর্ট ক্যাম্প, ভাবালাপের সমন্বয়ে ঢাকা উত্তরে আসন্ন পয়লা বৈশাখ উদযাপন করা হবে। পয়লা বৈশাখে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে নববর্ষ পালনের এই উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তরের গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা অঞ্চলের নাগরিকেরা। রাজধানীর উত্তরে সাংস্কৃতিক আবহ ছড়িয়ে দেওয়ার শুরুর এ