Ajker Patrika

উত্তরায় ফুটপাতের আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ ও জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১: ৪৫
উত্তরায় ফুটপাতের আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ ও জরিমানা

রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত সড়কে সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুব হাসান। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, স্থানীয় ব্যবসায়ী ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। 

অভিযান শেষে ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই থেকে তিন শত ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে আটক বা সাজা দেওয়া হয়নি। সড়কের এসব ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করে সড়কটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।’ 

জরিমানার কারণ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, ‘ফুটপাত দখল করা, ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্সের কর কম প্রদান করে ব্যবসা পরিচালনার পর এসব জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় এমপি, কাউন্সিলর, বিভিন্ন মার্কেটের নেতা-কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত