‘টাকা দিয়ে টেনশন কিনলাম’
কিস্তি কীভাবে দেব বুঝতে পারতেছি না। কষ্টে বুকটা ফাইট্টা যাইতাছে। আজকে তিনটা দিন, খাওয়া নাই, দাওয়া নাই, খালি টেনশন আর টেনশন। টাকা দিয়ে কি আমি টেনশন কিনলাম, এটাই মনে হচ্ছে। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে আজকের পত্রিকাকে এসব কথা বলছিলেন মালয়েশিয়াগামী মো. আবু স