বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়
বৃষ্টি হয়নি, তবু পানিতে রাস্তা সয়লাব হয়ে আছে। এমন অবস্থা দেখে অনেক দিন পর এলাকায় আসা এক পথচারী বলে বসলেন, ‘এখনো তো ও রকম বৃষ্টি হলো না। রাস্তার অবস্থা এমন কেন?’ নাকে হাত চেপে হাঁটুপানি পার হওয়া আরেক পথচারীর জবাব, ‘আপনি কি ভাই দুর্গন্ধ পাচ্ছেন না! বৃষ্টি নেই তো কী হয়েছে! ম্যানহোলের ময়লা পানি তো ঠিকই