‘মরদেহটি মায়েরই’, ডিএনএ টেস্টের আবেদন করেছেন মরিয়ম মান্নান
ময়মনসিংহের ফুলপুরে উদ্ধারের পর দাফন হওয়া মরদেহটি খুলনা থেকে নিখোঁজ রহিমা বেগমের (৫২) বলে দাবি করেছেন তাঁর মেয়ে মরিয়ম মান্নান। উদ্ধারকৃত নারীর পোশাক ও আলামত দেখে তিনি দাবি করেন, মরদেহটি তাঁর মায়ের। উদ্ধার ওই নারীর মরদেহ তাঁর মায়ের কি না, শনাক্তের জন্য ডিএনএ টেস্টের আবেদন জানিয়েছেন মরিয়ম মান্নান