Ajker Patrika

জিয়াকে অসম্মান করলে বঙ্গবন্ধুকেই ছোট করা হয়: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৬: ০৫
Thumbnail image

চন্দ্রিমা উদ্যানের সমাধিতে সত্যি সত্যি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ আছে কি-না নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, জিয়ার মরদেহ নিয়ে অর্বাচীন কথা বন্ধ করা উচিত। জিয়াকে অসম্মান করলে বঙ্গবন্ধুকেই ছোট করা হয়। এগুলো বন্ধ না করলে অনেকেই বঙ্গবন্ধুর লাশের ডিএনএ খোঁজ করবে। 

আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে জাতীয় সরকার গঠন করার পরামর্শ দিয়ে ডা. জাফরউল্লাহ বলেন, আপনার রাজনীতির আয়ু শেষ হয়ে গেছে। আপনার উচিত রেহানাকে দায়িত্ব দেওয়া। প্রধানমন্ত্রীর উচিত দেশীয় রাজনীতি থেকে অবসর নিতে আন্তর্জাতিক রাজনীতিতে মনোনিবেশ করা। রোহিঙ্গা ইস্যু সমাধান করা। 

আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, মহা শক্তিধর রাষ্ট্র তালেবানের কাছে পরাজিত হয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে। তালেবানের পাশে থেকে তাঁদের আধুনিক ইসলামের পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সহ সভাপতি মফিজুর রহমান লিলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত