Ajker Patrika

শরীরে পিশাচের ডিএনএ, তাই সন্তানদের মেরে ফেললেন বাবা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২৩: ৫৭
শরীরে পিশাচের ডিএনএ, তাই সন্তানদের মেরে ফেললেন বাবা

ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে দুই সন্তান। কারণ ‘পিশাচের’ সারপেন্ট ডিএনএ বহন করছে তারা। এই ভেবে দুই সন্তানকে নৃশংসভাবে হত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই ঘটনায় ওই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ম্যাথু টেলর কোলম্যান। তাঁর বয়স ৪০ বছর। দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন ক্যালিফোর্নিয়ায়। দুই সন্তানের বয়স মোটে ২ বছর এবং ১০ মাস।

ক্যালিফোর্নিয়ার পুলিশকে দেওয়া কোলম্যান জানিয়েছেন, কিউঅ্যানন এবং গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি-এর ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। সেখান থেকে তিনি বুঝতে পারে, তার দুই সন্তানই ভবিষ্যতে পিশাচ হয়ে উঠতে পারে। পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাই তাদের হত্যা করে পৃথিবীকে রক্ষা করেছেন তিনি।

কোলম্যানের দাবি, তাঁর স্ত্রী সারপেন্ট ডিএনএর অধিকারী। যে ডিএনএ নরপিশাচ তৈরি করে। সেই ডিএনএ দুই সন্তানের দেহেও রয়েছে। 

অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহে দুই সন্তানকে নিয়ে ক্যাম্প করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান কোলম্যান। কিন্তু কোথায় ক্যাম্প করবেন, তা তিনি বলে যাননি। শুধু তাই নয়, এরপর থেকে ফোন বা মেসেজে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ঘটনায় কোলম্যানের স্ত্রীর সন্দেহ দানা বাঁধে। তিনি পুলিশে খবর দেন। শেষে ‘ফাইন্ড মাই আইফোন’ অ্যাপের মাধ্যমে কোলম্যানের অবস্থান জানতে পারে পুলিশ।

জানা গেছে, মেক্সিকোতে নিয়ে ২ বছর বয়সী এবং ১০ মাস বয়সী দুই সন্তানকে হত্যা করে ক্যালিফোর্নিয়ায় ফিরে আসছিলেন কোলম্যান। তখনই তাঁকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত