একমাত্র যে দেশে ট্রাফিক সিগন্যালে নীল লাইট আছে
জাপানের কিছু ট্রাফিক সিগন্যালে সবুজের জায়গায় নীল লাইট আছে। বিশে^ একমাত্র জাপানেই এমন দেখা যায়। কারণ প্রাচীন জাপানি ভাষায় মৌলিক রং হলো- সাদা, কালো, লাল আর নীল। সবুজ পরে যুক্ত হওয়ায় নীল মানে সবুজও বোঝানো হয়।