Ajker Patrika

ক্ষুব্ধ বিদেশি ট্রাফিক পুলিশকে বললেন, ‘ইউ ওয়ান্ট মানি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ২০
ক্ষুব্ধ বিদেশি ট্রাফিক পুলিশকে বললেন, ‘ইউ ওয়ান্ট মানি’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও নিয়ে আলোচনা তৈরি হয়েছে। পথচারীর মোবাইল ফোনে ধারণকৃত ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, প্রচণ্ড রাগান্বিত হয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করছেন এক বিদেশি। এক ট্রাফিক সদস্যের উদ্দেশে ‘ইউ ওয়ান্ট মানি’ বলে তাঁর দিকে তেড়ে যাচ্ছেন। এ সময় তাঁকে আরেক ট্রাফিক সদস্য আটকানোর চেষ্টা করছেন। তবে ওই বিদেশি নাগরিক বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস...মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন। পরে তিনি স্থান ত্যাগ করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীনে থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় মঙ্গলবার এই ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বিদেশি চীনের নাগরিক। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। গাড়িটি তাঁর অফিসের।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ জানান, ‘রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন পুলিশের ট্রাফিক সদস্য। ওই গাড়িতে বিদেশি নাগরিক ছিলেন। পুলিশ সদস্যরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। কাগজ পরীক্ষায় একটু সময় লাগছিল। ওই বিদেশির হয়তো কোনো মিটিং ছিল। দেরি হওয়ার কারণে তিনি বিরক্ত হন। তাঁর মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। আমরা পরীক্ষা করে দেখছি, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে কি না। তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না। এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাওয়া যায়নি।’ 

সাহেদ আল মাসুদ বলেন, ‘তিনি (বিদেশি) বিরক্ত হয়ে যে কাজ করেছেন, তাতে শুধু পুলিশ নয়, দেশের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। কার সমস্যা ছিল, সেটি খুঁজে বের করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত