তৃতীয় টেস্টের আগেই ভারত চাপে
রোহিত শর্মাকে ছাড়াই পার্থে জিতেছে ভারত। রোহিতকে নিয়ে খেলে হেরেছে অ্যাডিলেডে। অতএব, বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের পরাজয়ের কারণ দলে রোহিতের উপস্থিতি! যুক্তিবিদ্যার ‘ফ্যালাসি তত্ত্বে’র এই যুক্তিটাই আলোচনায়। অ্যাডিলেডে রোহিতের উপস্থিতি কোনোই কাজে আসেনি দলের। উল্টো তাঁর ফর্মহীনতাই ডুবিয়