মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম দিনে স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কার রেশ কাটেনি এখনো। এবার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া বিরক্তি প্রকাশ করেছে।
চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে চলে গেল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে। ঠিকমতো ক্যাচ স্মিথ ধরেছেন কি না, সেটা মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন বুঝতে পারেননি। ব্যাপারটা নিশ্চিত করতে সিদ্ধান্ত তখন চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে। এই টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত দ্রুতই নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। মুহূর্তেই সেটা অস্ট্রেলিয়ার কাছে ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সের তখন মেজাজ খারাপ হয়ে যায়। তৎক্ষণাৎ রিভিউ নিতে চেয়েছেন তিনি। তবে গফ, উইলসন কেউ রাজি হননি।
ধারাভাষ্যকারেরাও সৈকতের এমন সিদ্ধান্ত দেখে রীতিমতো অবাক। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘আমি এমন কিছু আগে দেখিনি। সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হচ্ছে। এরপর আবার সেটার রিভিউ চাওয়া হচ্ছে। ব্যাপারটা (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত।’ রবি শাস্ত্রীর মতে তৃতীয় আম্পায়ার সৈকত খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
সিরাজের ঘটনার পর ভারতের প্রথম ইনিংস থেমে গেছে ৩ বলের মধ্যে। ১২০তম ওভারের তৃতীয় বলে নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন নাথান লায়ন। সফরকারীরা অলআউট হয়েছে ৩৬৯ রানে। ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন রেড্ডি। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৩৫ রান করেছে স্বাগতিকেরা। ২৪০ রান থেকে লক্ষ্যটা কত দূর বাড়াতে পারে অজিরা, সেটা সময়ই বলে দেবে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম দিনে স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কার রেশ কাটেনি এখনো। এবার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া বিরক্তি প্রকাশ করেছে।
চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে চলে গেল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে। ঠিকমতো ক্যাচ স্মিথ ধরেছেন কি না, সেটা মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন বুঝতে পারেননি। ব্যাপারটা নিশ্চিত করতে সিদ্ধান্ত তখন চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে। এই টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত দ্রুতই নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। মুহূর্তেই সেটা অস্ট্রেলিয়ার কাছে ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সের তখন মেজাজ খারাপ হয়ে যায়। তৎক্ষণাৎ রিভিউ নিতে চেয়েছেন তিনি। তবে গফ, উইলসন কেউ রাজি হননি।
ধারাভাষ্যকারেরাও সৈকতের এমন সিদ্ধান্ত দেখে রীতিমতো অবাক। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘আমি এমন কিছু আগে দেখিনি। সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হচ্ছে। এরপর আবার সেটার রিভিউ চাওয়া হচ্ছে। ব্যাপারটা (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত।’ রবি শাস্ত্রীর মতে তৃতীয় আম্পায়ার সৈকত খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
সিরাজের ঘটনার পর ভারতের প্রথম ইনিংস থেমে গেছে ৩ বলের মধ্যে। ১২০তম ওভারের তৃতীয় বলে নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন নাথান লায়ন। সফরকারীরা অলআউট হয়েছে ৩৬৯ রানে। ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন রেড্ডি। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৩৫ রান করেছে স্বাগতিকেরা। ২৪০ রান থেকে লক্ষ্যটা কত দূর বাড়াতে পারে অজিরা, সেটা সময়ই বলে দেবে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে