ক্রীড়া ডেস্ক
কোথায়, কখন কী ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা বেশির ভাগ ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। স্যাম কনস্টাসও কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন তাঁকে বিরাট কোহলি এভাবে ধাক্কা দেবেন? অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার কোহলিকে সবার ওপরে স্থান দিয়েছিলেন।
কনস্টাসকে কোহলির ধাক্কাকাণ্ড গতকাল সকাল থেকেই ‘হট টপিক’। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের পাশপাশি ক্রিকেট বিশেষজ্ঞ-সবাই কথা বলছেন এই ঘটনা নিয়ে। আলোচনা যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস ছেড়েছে। রিলসের ক্যাপশন, ‘২০২৪ সালের জানুয়ারিকে স্টিভ স্মিথকে ছাড়িয়ে স্যাম কনস্টাস ভারতীয় এই ক্রিকেটারকে বেছে নিয়েছেন।’ র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কনস্টাসকে নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে। প্রথমে ছিল রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের নাম। ওয়ার্নারকে বেছে নেন কনস্টাস। এরপর ওয়ার্নার ও কেইন উইলিয়ামসনের মধ্যে একজনকে বাছতে বললে কনস্টাস বলেন ওয়ার্নারের নাম।
পরবর্তীতে ওয়ার্নার, ক্রিস গেইলের নাম বলা হলে ওয়ার্নারের নামই বলেছেন কনস্টাস। তবে এরপর যখন শুবমান গিলের নাম আসে, তখন কনস্টাস বেছে নেন গিলকে। এরপর গিল ও বাবর আজমের মধ্যে কাউকে বেছে নিতে বললে এখানে বাবরের নামই বলা হয়েছে। বাবরের সঙ্গে জস বাটলারের নাম চলে এলেও বাবরের নাম বলেছেন কনস্টাস। তবে জো রুটের নাম এলে রুটকেই কনস্টাস।এরপর জো রুটের সঙ্গে এউইন মরগান, শিখর ধাওয়ানের নাম জিজ্ঞেস করা হলে কনস্টাস বলেছেন রুটের নাম। স্মিথের নাম আসতে আবার স্মিথকে বেছে নেন কনস্টাস। পরবর্তীতে যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ-এই তিন ক্রিকেটারের নাম বলা হলেও স্মিথের নামটা কনস্টাস বারবার বলতে থাকেন। শেষে যখন কোহলির নাম এসেছে, তখন কোহলিকেই বেছে নেন কনস্টাস।
কনস্টাসকে ধাক্কা মেরে কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ নামে স্থানীয় এক সংবাদপত্রের আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে ‘ভাঁড় কোহলি।’
কোথায়, কখন কী ঘটবে, সেটা আগে থেকে অনুমান করা বেশির ভাগ ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। স্যাম কনস্টাসও কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন তাঁকে বিরাট কোহলি এভাবে ধাক্কা দেবেন? অথচ কয়েক মাস আগেও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার কোহলিকে সবার ওপরে স্থান দিয়েছিলেন।
কনস্টাসকে কোহলির ধাক্কাকাণ্ড গতকাল সকাল থেকেই ‘হট টপিক’। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের পাশপাশি ক্রিকেট বিশেষজ্ঞ-সবাই কথা বলছেন এই ঘটনা নিয়ে। আলোচনা যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস ছেড়েছে। রিলসের ক্যাপশন, ‘২০২৪ সালের জানুয়ারিকে স্টিভ স্মিথকে ছাড়িয়ে স্যাম কনস্টাস ভারতীয় এই ক্রিকেটারকে বেছে নিয়েছেন।’ র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কনস্টাসকে নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়েছে। প্রথমে ছিল রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের নাম। ওয়ার্নারকে বেছে নেন কনস্টাস। এরপর ওয়ার্নার ও কেইন উইলিয়ামসনের মধ্যে একজনকে বাছতে বললে কনস্টাস বলেন ওয়ার্নারের নাম।
পরবর্তীতে ওয়ার্নার, ক্রিস গেইলের নাম বলা হলে ওয়ার্নারের নামই বলেছেন কনস্টাস। তবে এরপর যখন শুবমান গিলের নাম আসে, তখন কনস্টাস বেছে নেন গিলকে। এরপর গিল ও বাবর আজমের মধ্যে কাউকে বেছে নিতে বললে এখানে বাবরের নামই বলা হয়েছে। বাবরের সঙ্গে জস বাটলারের নাম চলে এলেও বাবরের নাম বলেছেন কনস্টাস। তবে জো রুটের নাম এলে রুটকেই কনস্টাস।এরপর জো রুটের সঙ্গে এউইন মরগান, শিখর ধাওয়ানের নাম জিজ্ঞেস করা হলে কনস্টাস বলেছেন রুটের নাম। স্মিথের নাম আসতে আবার স্মিথকে বেছে নেন কনস্টাস। পরবর্তীতে যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ-এই তিন ক্রিকেটারের নাম বলা হলেও স্মিথের নামটা কনস্টাস বারবার বলতে থাকেন। শেষে যখন কোহলির নাম এসেছে, তখন কোহলিকেই বেছে নেন কনস্টাস।
কনস্টাসকে ধাক্কা মেরে কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ নামে স্থানীয় এক সংবাদপত্রের আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানো হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে ‘ভাঁড় কোহলি।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে