ব্লু টিকে প্রতিশ্রুত সুবিধা পাচ্ছেন না টুইটার ব্যবহারকারীরা
যদিও নীল চেক মার্ক ফিরে এসেছে, তবে সেবাটির সঙ্গে প্রতিশ্রুত অন্যান্য সুবিধাগুলো এখনো আসেনি ৷ অনুপস্থিত সুবিধা গুলির মধ্যে অন্যতম হলো, অনুসন্ধানে অগ্রাধিকার পাওয়া এবং স্ক্যাম, স্প্যাম এবং বটগুলি কম দেখানো। গ্রাহকেরা অন্যান্য সুবিধা গুলির জন্যও অপেক্ষা করছেন, যেমন অর্ধেক পরিমাণ বিজ্ঞাপন দেখা এবং দীর্ঘ