প্রযুক্তি ডেস্ক
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১০ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১২ ঘণ্টা আগে