প্রযুক্তি ডেস্ক
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
স্থগিত হওয়া বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মালিক ইলন মাস্ক। সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল টুইটারকে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ ডিসেম্বর মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি জরিপ চালান। সেই জরিপে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট তাৎক্ষণিক ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয় প্রায় ৫৯ শতাংশ টুইটার ব্যবহারকারী। ভোটে অংশগ্রহণ করে ৩৬ লাখের কিছু বেশি ব্যবহারকারী। অনলাইন জরিপ শেষে স্থানীয় শনিবার (১৭ ডিসেম্বর) মাস্ক এক টুইটে বলেন, ‘জনগণ তাদের মতামত জানিয়েছে। যারা আমার অবস্থানের তথ্য সংরক্ষণ ও অনলাইনে প্রকাশ করেছে তাদের অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’
সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর থেকেই বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী দল ও সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে টুইটার। গত ১৬ নভেম্বর জাতিসংঘও টুইটারের সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানায়। জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এর আগে, টুইটার প্রধান ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়। স্থগিত অ্যাকাউন্টগুলো দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকসহ আরও বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা দেখতে পান নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে