টিসিবির কার্ড পৌঁছায়নি অনেক দরিদ্রের হাতে
‘শরীলে বল নাই। ঠিকমতো হাঁটতেও পারি না। বয়স হইল ৭০। আর কত বছর হইলে কার্ড পামু তা জানি না।’ কথাগুলো বলছিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৈতরপাড়া এলাকার বিধবা জমিলা বেগম। স্বামী মারা যাওয়ার পর সন্তানেরাও খোঁজ নেন না। নিজেকেই নিজের আহার জোগাড় করতে হয়। কবে টিসিবির কার্ড বিতরণ হয়েছে, তা-ও জানেন না।