Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু, বরাদ্দ নেই চিনি   

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু, বরাদ্দ নেই চিনি   

ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্নআয়ের কার্ডধারী মানুষের মধ্যে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ। 

প্রত্যেক কার্ডধারী ২ কেজি করে মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল পাচ্ছেন। মসুর ডাল কেজি ৭০ টাকা এবং সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। তবে পণ্যের তালিকায় চিনি নেই। 

টিসিবির পণ্য পেয়ে আমজাদ মিয়া বলেন, ‘বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেশি। এই ঊর্ধ্বগতি বাজারে স্বল্প মূল্যে তেল ও ডাল পেয়ে আমি অনেক খুশি।’

জোসনা ও শান্তা বেগম টিসিবির পণ্য পেয়ে বলেন, ‘সরকার আমাদের মতো নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে এই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে অনেকটায় উপকার হয়েছে।’ 

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘সদর উপজেলার স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্নআয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে। আজ সোমবার পৌরসভার সদর উপজেলা পরিষদ চত্বর, কালভৈরব, কারখানাঘাট আনন্দবাজার ও শেরপুর ঈদগাহ মাঠে এই টিসিবির পণ্য বিক্রি করা হয়।

তিনি আরও বলেন, আজ ২ কেজি তেল ও ২ কেজি ডাল দেওয়া হয়। তবে বরাদ্দ না থাকায় চিনি দেওয়া হচ্ছে না। পরে পর্যায়ক্রমে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ট্যাগ অফিসার সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত