রমজানে সুযোগ নিলে আল্লাহ মাফ করবেন না: বাণিজ্যমন্ত্রী
রমজানের প্রথম দিনে দ্রব্যমূল্যের পরিস্থিতি তদারকিতে বাজারে যান খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি কারওয়ানবাজার কিচেন মার্কেটের কয়েকটি পাইকারি চালের দোকান, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলার দাম দেখতে আসেন। বাজার তদারকি শেষে কিচেন মার্কেটের চতুর্থ তলায় সমিতির কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন বা