দখলে মৃতপ্রায় খাল, সেচের সংকটে চাষাবাদ ব্যাহত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম আড়িয়ল খালের পানি শুকিয়ে অস্তিত্ব হারাতে বসেছে। অপরিকল্পিত বাঁধ আর স্রোতের গতিপথ বদলের কারণে খালটির এই অবস্থা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে পশ্চিম আড়িয়ল খালটি। পানি শুকিয়ে যাওয়ার ফলে অনেকে খালের ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। এভাবে চলত