Ajker Patrika

কফিনের ঠিকানা বদল: গ্রিসে মৃত মুন্সিগঞ্জের জালালের লাশ গেল সুনামগঞ্জে

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) ও শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০০: ৩৮
কফিনের ঠিকানা বদল: গ্রিসে মৃত মুন্সিগঞ্জের জালালের লাশ গেল সুনামগঞ্জে

গ্রিসে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে এবং হার্ট অ্যাটাক করে মারা যান দুজন বাংলাদেশি। গত শুক্রবার (১০ মার্চ) একজনের লাশ দেশে আসে। কিন্তু কফিনে নামের ভুলের কারণে মুন্সিগঞ্জের প্রবাসী জালাল মিয়ার (৫৫) লাশ চলে যায় সুনামগঞ্জে। এখন জালাল মিয়ার লাশ আসার তারিখে অর্থাৎ সোমবার (১৩ ফেব্রুয়ারি) আসবে সুনামগঞ্জের আফছর মিয়ার (৪১) লাশ। 

রোববার (১২ মার্চ) ভোরে সুনামগঞ্জ থেকে গ্রিস প্রবাসী জালাল মিয়ার (৫৫) লাশ আনা হয় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে। এরপর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। 

জালাল মিয়া মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর শিলিমপুর গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে। আর আফছর মিয়া নামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত জমসিদ আলীর বড় ছেলে। 

উভয় পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রিসে লিভার ক্যানসারে মারা যান সুনামগঞ্জের আফছর মিয়া। আর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মুন্সিগঞ্জের জালাল মিয়া। আফছর মিয়ার মরদেহ আসার কথা ছিল গত ১০ মার্চ। আর জালাল মিয়ার মরদেহ আসার কথা ১৩ মার্চ। নির্ধারিত তারিখে আফছর মিয়ার স্বজনেরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লাশ নিতে। কফিনের গায়ে আফছর মিয়ার নাম দেখে শুক্রবার রাতেই তা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে নিয়ে কফিন খুলে দেখেন মরদেহ অপরিচিত মানুষের। পরে দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর জালাল মিয়ার। খবর পেয়ে রোববার ভোরে জালালের মরদেহ নিয়ে যান তাঁর স্বজনেরা। সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। 

জালাল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন, ‘দীর্ঘ ২২ বছর আমার স্বামী প্রবাসে গার্মেন্টসে কাজ করে আসছিল। ভালোভাবেই কাটছিল আমাদের সংসার। সুস্থ সবল মানুষ। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে তাঁর মৃত্যু হয়। ছয় বছর আগে সে বাংলাদেশে গ্রামের বাড়ি থেকে ছুটি কাটিয়ে আবার চলে যায়। সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে সেটা কে জানত!’ 

জালালের বড় ছেলে নয়ন বলেন, ‘আমার বাবা হার্ট অ্যাটাক করে গ্রিসে মারা যান। সেখান থেকে বাবার লাশ দেশে আসার কথা ছিল সোমবার (১৩ মার্চ)। কিন্তু ভুলক্রমে সেখান থেকে বাবার লাশের কফিনে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের আফছর নামে এক ব্যক্তির নামের স্টিকার লাগানো হয়। ওই ব্যক্তির লাশ দেশে আসার কথা ছিল শনিবার (১১ মার্চ)। কফিনের গায়ে লাগানো স্টিকারের নাম অনুযায়ী আমার বাবার লাশ আফছরের পরিবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুনামগঞ্জে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। লাশের কফিন খোলার পরে তারা দেখতে পায় এটা আফছরের নয়, অন্য ব্যক্তির। পরে অ্যাম্বাসিতে খোঁজখবর নেওয়ার পর জানতে পারে স্টিকার ভুল করে আমার বাবার লাশের কফিনে আফছরের নাম লেখা হয়। পরে আমাদের খবর দিলে আমরা ঢাকা থেকে লাশ গ্রহণ করি।’ 

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘জালাল মিয়ার লাশটি ভুলক্রমে অন্য নাম অনুযায়ী সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে ভোরে জালালের পরিবার তাঁদের লাশ বুঝে পেয়েছে এবং জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জালাল মিয়ার এক মেয়ে, দুই ছেলে ও স্ত্রী রয়েছে।’ 

সুনামগঞ্জের আফছর মিয়া (৪১)। ছবি: সংগৃহীতঅন্যদিকে লিভার ক্যানসারে মারা যাওয়া গ্রিস প্রবাসী আফছর মিয়ার লাশ আজ সোমবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই এমএ কাসেম চৌধুরী। 

আফছরের ভাই মো. এমরান মিয়া জানান, আফছর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে ২৮ ফেব্রুয়ারি গ্রিসের এথেন্সের সুতরি হাসপাতালে মারা যান। আফছরের মৃত্যুর সময় তাঁর ভাই এমরানও গ্রিসের এথেন্সে ছিলেন। চার দিন পর লাশ দেশে আনার সব প্রক্রিয়া শেষ করে এমরান দেশে চলে আসেন। গত শুক্রবার লাশ দেশে আসার কথা ছিল। কিন্তু কফিনের স্টিকারে ঠিকানা-তারিখ ভুল হওয়ায় অন্য ব্যক্তির লাশ আসে। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে যাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জালালের লাশ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সোমবার আফছরের লাশ দেশে আসার কথা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত