সহজে বুঝি রোবোটিকস
তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি