বাংলাদেশকে যে আত্মবিশ্বাস কাজে দেবে অস্ট্রেলিয়া-পরীক্ষায়
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জয়। সেই সাফল্যের পিঠে চড়ে এসেছে পূর্ণাঙ্গ সফরে তিন সংস্করণেই প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দও। জিম্বাবুয়েতে সবই পাওয়ার এই সফরের ওপর আলো ফেললে মিলবে ব্যক্তিগত অর্জন, ফিরে আসার গল্প, আবির্ভাবেই রাঙানো—কত কিছু!