ইউক্রেন ছাড়াই ইউরোপে ১০ লাখ আশ্রয় আবেদন
ইউরোপীয় ইউনিয়নে ২০২২ সালে আশ্রয় চেয়ে আবেদন করেছে অন্তত ১০ লাখ মানুষ ৷ আবেদনকারীদের বেশির ভাগই সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়বিষয়ক সংস্থা (ইইউএএ) এ তথ্য জানিয়েছে।