খননের নামে জলমহাল শুকিয়ে মাছ নিধন
জানা যায়, উপজেলার বড়চাটুয়া গ্রুপ জলমহালের তলা শুকিয়ে মাছ ধরছে ইজারাদারেরা। এ জলমহালের বর্তমান ইজারাদার উপজেলার মাতারগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতি থেকে জলমহালটি কয়েক দফা বিভিন্ন ব্যক্তির হাতবদল হয়ে সবশেষে উপজেলার ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামের রফিক মিয়া গং-এর সাব ইজারার দখলদারিতে চলে যায়।