যেসব সিদ্ধান্তে বার্সাকে পাল্টে দিচ্ছেন জাভি
‘আগের রূপে ফিরে এসেছে বার্সেলোনা’, এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এই কথা এখন সবার মুখে মুখে। কাতালান ক্লাবটির এই ঘুরে দাঁড়ানোর কারিগর জাভি হার্নান্দেজও স্মিত হাসিতে স্বীকার করে নিয়েছেন, ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার ক্লাবের চির চেনা রূপ।