Ajker Patrika

ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিলেন জাভি

ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিলেন জাভি

ঢাকা: ব্রাজিলের দলের সহকারী কোচের প্রস্তাব পেয়েছিলেন জাভি হার্নান্দেজ। প্রস্তাবটা পছন্দ হয়নি স্প্যানিশ কিংবদন্তির। ২০২২ কাতার বিশ্বকাপে তিতের সহকারী কোচের প্রস্তাব পেয়ে কিছুটা বিস্মিতও হয়েছেন জাভি।
ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জেতার পাশাপাশি ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জিতিয়েছেন জাভি। ফুটবলকে বিদায় জানানোর পর নাম লিখিয়েছেন কোচিং ক্যারিয়ারে। সাফল্য পেয়েছেন সেখানেও। স্পেনের বিশ্বকাপ জয়ী জাভি কোচ হিসেবে অল্পদিনেই নিজের জাত চিনিয়েছেন। কাতারের ক্লাব আল সাদকে গত মৌসুমেও করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন। আল–সাদের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়িয়েছেন ২০২৩ পর্যন্ত। ২০১৯ সাল থেকে ক্লাবটির কোচের দায়িত্বে আছেন জাভি। কোচের দায়িত্ব পাওয়ার আগে এই ক্লাবে খেলেছেন পাঁচ বছর। ২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর যোগ দিয়েছিলেন আল সাদে।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে ভিন্ন কথা। তারা বলেছেন, ‘সহকারী কোচ হওয়ার ব্যাপারে জাভির আগ্রহ থাকলেও বিষয়টি নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। আর্থিক বিষয় ও চুক্তির ব্যাপারে বিস্তারিত আলাপ হয়নি।’
শুধু ব্রাজিলই নয়, বরুসিয়া ডর্টমুন্ডও কোচ হিসেবে চেয়েছিল জাভিকে। ওই প্রস্তাবও না কি ফিরিয়ে দিয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ