কালোটাকার মালিক অভিজাতরাই : সংসদে জাহিদ মালেক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সরকারদলীয় এমপি জাহিদ মালেক বলেছেন, কালোটাকার মালিক হচ্ছে অভিজাতরা (হোয়াইটকলার)। কোটি কোটি কৃষক কালোটাকার মালিক না, যারা শিল্পকলকারখানা তৈরি করে, তারা কালোটাকা তৈরি করে না। প্রবাসীরা কালোটাকার মালিক না, অভিজাতরাই কালোটাকা তৈরি করে।