হাতি গন্ডার নিয়ে ভাবছে সবাই, নীরবে পাচার হচ্ছে ৪ হাজার প্রজাতি: জাতিসংঘ
বন্যপ্রাণী ও উদ্ভিদ পাচারের মতো ঘটনাগুলো সাধারণত ওষুধ তৈরি, পোষ মানানো, মাংস ভক্ষণ এবং অলংকার তৈরির মতো কিছু কারণে সংঘটিত হচ্ছে। এখন পর্যন্ত চোরাকারবারিদের কাছ থেকে জব্দ করা সব স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ এবং উভচর প্রাণীর মধ্যে ৪০ শতাংশই বিপদগ্রস্ত প্রজাতির লাল তালিকায় ছিল