রং-তুলি নিয়ে বসন্ত বরণের প্রস্তুতি নিচ্ছেন জাককানইবির চারুকলার শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস।