‘কৃষক হওয়াটাই বড় অন্যায়’
‘জমি চাষ করতে হাল লাগে, দাম বেশি। কাজের মানুষ পাওয়া যায় না। পাইলেও টেকা নেয় বেশি। বৃষ্টি নাই, পানি দেই শ্যালো মেশিন দিয়া। তেল ছাড়া মেশিন চলে না। হুমমুত করি তারও দাম বাড়িল। ফির মেশিন আওলাকও টেকা দেওয়া নাগে। সার না হইলে আবাদ হয় না। তারও দাম বেশি হইছে। আমরা যেটাই কিনি সেইটারে দাম বেশি। কিন্তু আবাদ করার