বিশ্বকাপেও বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষা চলছে
চেন্নাইয়ে গত পরশু অনুশীলন শেষে মেহেদী হাসান মিরাজকে এক সাংবাদিক জিজ্ঞেস করছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কত নম্বর পজিশনে খেলবেন? মিরাজের উত্তর ছিল, ‘জানি না।’ পরিস্থিতি যা দাঁড়িয়েছে, শুধু মিরাজেরই নয়, বাংলাদেশ দলে কার কোন ব্যাটিং পজিশন—ম্যাচের দিন ছাড়া কোনো ব্যাটারের পক্ষেই বলা সম্ভব নয়।