অনলাইন ডেস্ক
ভারতের চেন্নাইয়ে অবস্থিত পারিবারিক বাড়িটি বিক্রি করে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এ বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে পিচাইয়ের। স্মৃতি বিজড়িত বাড়িটি হস্তান্তরের সময় তাঁর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
হিন্দু বিজনেস লাইনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমার অভিনেতা এবং প্রযোজক সি মনিকানন্দন পিচাইয়ের ওই পৈতৃক বাড়ি কিনে নিয়েছেন। চেন্নাইয়ের অশোক নগরে অবস্থিত এই বাড়িটি এখন মনিকানন্দনের প্রধান সম্পত্তি হিসেবেই গণ্য হবে।
জানা গেছে, কিছুদিন ধরেই কেনার জন্য একটি বাড়ি খুঁজছিলেন মনিকানন্দন। এর মধ্যেই খবর পান যে বাড়িটিতে গুগলের সিইও সুন্দর পিচাই বড় হয়েছেন সেই বাড়িটি বিক্রি হবে। সঙ্গে সঙ্গেই বাড়িটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন মনিকানন্দন।
বাড়ি কেনার বিষয়ে মনিকানন্দন বলেন, ‘সুন্দর পিচাই আমাদের দেশকে গর্বিত করেছে। আর তার বাড়িটি কিনতে পারা আমার জন্যও এক গর্বিত অর্জন।’
তিনি জানান, বাড়ি কিনতে গিয়ে পিচাইয়ের বাবা-মায়ের নম্র আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। পিচাইয়ের মা নিজ হাতে তাকে কফি বানিয়ে দিয়েছেন।
মনিকানন্দন বলেন, ‘বাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় তাঁর (পিচাই) বাবা আমার জন্য নিবন্ধন অফিসে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন এবং প্রয়োজনীয় সব খাজনা পরিশোধ করেন।’
মনিকানন্দন জানান, কাগজপত্র হস্তান্তরের সময় ভেঙে পড়েছিলেন পিচাইয়ের বাবা। অন্তত কয়েক তীব্র আবেগাপ্লুত ছিলেন তিনি।
চেন্নাইয়ে বড় হওয়া পিচাই আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমান তিনি।
প্রতিবেশী একজন জানান, ২০ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন পিচাই। গত ডিসেম্বরে বাড়িটিতে এসে নিরাপত্তারক্ষীদের টাকা-পয়সা সহ নানা উপহার সামগ্রী দেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়িটির বারান্দায় একটি ছবিও তোলেন।
ভারতের চেন্নাইয়ে অবস্থিত পারিবারিক বাড়িটি বিক্রি করে দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। এ বাড়িতেই শৈশব কৈশোর কেটেছে পিচাইয়ের। স্মৃতি বিজড়িত বাড়িটি হস্তান্তরের সময় তাঁর বাবা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
হিন্দু বিজনেস লাইনের বরাত দিয়ে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তামিল সিনেমার অভিনেতা এবং প্রযোজক সি মনিকানন্দন পিচাইয়ের ওই পৈতৃক বাড়ি কিনে নিয়েছেন। চেন্নাইয়ের অশোক নগরে অবস্থিত এই বাড়িটি এখন মনিকানন্দনের প্রধান সম্পত্তি হিসেবেই গণ্য হবে।
জানা গেছে, কিছুদিন ধরেই কেনার জন্য একটি বাড়ি খুঁজছিলেন মনিকানন্দন। এর মধ্যেই খবর পান যে বাড়িটিতে গুগলের সিইও সুন্দর পিচাই বড় হয়েছেন সেই বাড়িটি বিক্রি হবে। সঙ্গে সঙ্গেই বাড়িটি কিনে ফেলার সিদ্ধান্ত নেন মনিকানন্দন।
বাড়ি কেনার বিষয়ে মনিকানন্দন বলেন, ‘সুন্দর পিচাই আমাদের দেশকে গর্বিত করেছে। আর তার বাড়িটি কিনতে পারা আমার জন্যও এক গর্বিত অর্জন।’
তিনি জানান, বাড়ি কিনতে গিয়ে পিচাইয়ের বাবা-মায়ের নম্র আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। পিচাইয়ের মা নিজ হাতে তাকে কফি বানিয়ে দিয়েছেন।
মনিকানন্দন বলেন, ‘বাড়ির কাগজপত্র হস্তান্তরের সময় তাঁর (পিচাই) বাবা আমার জন্য নিবন্ধন অফিসে কয়েক ঘণ্টা অপেক্ষা করেন এবং প্রয়োজনীয় সব খাজনা পরিশোধ করেন।’
মনিকানন্দন জানান, কাগজপত্র হস্তান্তরের সময় ভেঙে পড়েছিলেন পিচাইয়ের বাবা। অন্তত কয়েক তীব্র আবেগাপ্লুত ছিলেন তিনি।
চেন্নাইয়ে বড় হওয়া পিচাই আইআইটি খড়গপুরের শিক্ষার্থী ছিলেন। ১৯৮৯ সালে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য আমেরিকায় পাড়ি জমান তিনি।
প্রতিবেশী একজন জানান, ২০ বছর বয়স পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন পিচাই। গত ডিসেম্বরে বাড়িটিতে এসে নিরাপত্তারক্ষীদের টাকা-পয়সা সহ নানা উপহার সামগ্রী দেন তিনি। এ ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়িটির বারান্দায় একটি ছবিও তোলেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে