পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।
পর পর দুই ওভারে ফিরলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে রীতিমতো ধুঁকছে ভারত। ৬ উইকেটে ১৭৬ রান করে চা পানের বিরতিতে গেল স্বাগতিকেরা।
টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিংয়েও দারুণ একটা মিল দেখা গেছে। দুই সেশনেই ৩টি করে উইকেট হারিয়েছে। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও স্বাগতিকেরা করেছে ৮৮ রান। পার্থক্য শুধু ওভারে। প্রথম সেশনে হয়েছে ২৩ ওভার। মধ্যাহ্নভোজের পরের সেশনে হয়েছে ২৫ ওভার। এখন ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা (৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৬)। চাপের মুখে প্রতি আক্রমণের চেষ্টা করছেন দুজনেই।
ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে দেয়াল হয়ে থাকা জয়সওয়ালকে ফেরান পেসার নাহিদ রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে বন্দী হন ভারতীয় ওপেনার। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি।
ফেরার আগে জয়সওয়াল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। চতুর্থ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে ৬২ ও পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাঁর ১১৮ বলে ৫৬ রানের ইনিংসে ছিল ৯ চার।
জয়সওয়ালের সঙ্গে জুটি ভাঙার পর বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রাহুল (১৬)। মেহেদী হাসান মিরাজের করা পরের ওভারের দ্বিতীয় বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতীয় উইকেটরক্ষককে তালুবন্দী করেন জাকির হাসান।
এর আগে ভারতের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন হাসান মাহমুদ। লাঞ্চের আগে ৩ উইকেট নেন বাংলাদেশি পেসার। দ্বিতীয় সেশনের শুরুতেই ফেরান পন্তকে (৩৯)। ২৫ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দিনের সেরা বোলার তিনি। ভারতের যে ছয় উইকেট পড়েছে তার পাঁচটি নিয়েছেন পেসাররা।
আজ থেকে শুরু চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। শুরুটা ওপেনার-অধিনায়ক রোহিত শর্মাকে (৬) দিয়ে। এরপর হাসানের তোপে একে একে বিদায় নেন শুবমান গিল (০) ও বিরাট কোহলি (৬)। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে