চুয়াডাঙ্গা কবরস্থানের পাশ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবককে উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।