ধরা পড়ে ৯৯৯–এ ফোন দিলেন চোর
৯৯৯–এ কল করে নয়ন বলেন, চার-পাঁচজন লোক আমার সাইকেল কেড়ে নিচ্ছে। আমি খুব বিপদে আছি। কল পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে নয়নকে উদ্ধার করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সাইকেল চুরির কথা স্বীকার করেন।