চুয়াডাঙ্গা-১: ‘তিনজনই তো আ.লীগের ভোট কারে দিব’
চুয়াডাঙ্গা সদরের আংশিক এবং আলমডাঙ্গা উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা-১ আসন। গত বৃহস্পতিবার জেলা শহরের শান্তিপাড়া, সদর উপজেলার আলুকদিয়া এবং আলমডাঙ্গা উপজেলা শহর ঘুরে দেখা যায়, তিন প্রার্থীর পোস্টার অনেকটা সমান হারে এলাকার মোড় ও রাস্তায় রাস্তায় টাঙানো। বেলা ২টার পর এলাকায় শুরু হয় মাইকিং ও প্রচারণা।