চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিক্ষককে থাপ্পড় মারা সেই ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন এ আদেশ দেন। এর আগে সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে হাজির হয়ে ওই ছাত্র জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে শিশুটিকে সংশোধনাগারে (যশোর শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠিয়েছে।’
এর আগে গত রোববার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষককে থাপ্পড় মারে ওই ছাত্র। অভিযোগ উঠেছে, পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই ছাত্রের খাতা কেড়ে নেন শিক্ষক। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে শিক্ষককে থাপ্পড় মারে ছাত্রটি।
এ ঘটনায় শিক্ষকদের পক্ষে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান। অভিযোগটি পুলিশ মামলা হিসেবে রুজু করে আমলে নেয়। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী পরীক্ষার নিয়মকানুন যথাযথভাবে মানছিল না। যে কারণে ভুক্তভোগী শিক্ষক তার খাতাটি নিয়ে নেন এবং বসতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে থাপ্পড় মারে। ভুক্তভোগী লিখিতভাবে বিচারের আবেদন করেছেন। তাঁর আবেদন এবং সিসিটিভি ফুটেজ সহকারে বিদ্যালয়ের সভাপতির পরামর্শে আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদান, আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আঘাতসহ ভয়ভীতি প্রদানের অপরাধে ৩৩২,৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এদিকে আজও (মঙ্গলবার) অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, ‘এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা আর যেন না ঘটে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। সামাজিকভাবে আমরা এত নিচে নেমে গেছি, এটা থেকে উত্তরণ দরকার। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিক্ষককে থাপ্পড় মারা সেই ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন এ আদেশ দেন। এর আগে সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে হাজির হয়ে ওই ছাত্র জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে শিশুটিকে সংশোধনাগারে (যশোর শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠিয়েছে।’
এর আগে গত রোববার ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষককে থাপ্পড় মারে ওই ছাত্র। অভিযোগ উঠেছে, পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ওই ছাত্রের খাতা কেড়ে নেন শিক্ষক। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে শিক্ষককে থাপ্পড় মারে ছাত্রটি।
এ ঘটনায় শিক্ষকদের পক্ষে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান। অভিযোগটি পুলিশ মামলা হিসেবে রুজু করে আমলে নেয়। এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী পরীক্ষার নিয়মকানুন যথাযথভাবে মানছিল না। যে কারণে ভুক্তভোগী শিক্ষক তার খাতাটি নিয়ে নেন এবং বসতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে থাপ্পড় মারে। ভুক্তভোগী লিখিতভাবে বিচারের আবেদন করেছেন। তাঁর আবেদন এবং সিসিটিভি ফুটেজ সহকারে বিদ্যালয়ের সভাপতির পরামর্শে আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদান, আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আঘাতসহ ভয়ভীতি প্রদানের অপরাধে ৩৩২,৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
এদিকে আজও (মঙ্গলবার) অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবি জানিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীরা চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, ‘এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনা আর যেন না ঘটে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। সামাজিকভাবে আমরা এত নিচে নেমে গেছি, এটা থেকে উত্তরণ দরকার। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
৩ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
২৪ মিনিট আগেসাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকায় আউটার রিংরোডসংলগ্ন সাগরতীর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক...
৪৪ মিনিট আগেসিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে